Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শুক্রবারের আগেই বাড়তে পারে বিদ্যুতের দাম!

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩, ২০২২, ১২:০৮ এএম


শুক্রবারের আগেই বাড়তে পারে বিদ্যুতের দাম!

চলতি সপ্তাহেই আসছে বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দামের ঘোষণা। দাম বৃদ্ধি করতে ইতোমধ্যে সকল কাজ চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। তবে কবে বাড়বে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে।

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল জানান, কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো দিন দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এটি ২-১ দিনের মধ্যেও হতে পারে। আবার ৪-৫ দিনের মধ্যেও হতে পারে।

রোববার (২ অক্টোবর)  তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আবদুল জলিল বলেন, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয়েছিল গত ১৮ মে। গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল বিইআরসির টেকনিক্যাল কমিটি। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।
বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এজন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।

এর আগে বিইআরসি সূত্র জানায়, তারা একটি সিদ্ধান্ত চূড়ান্ত করে এনেছেন। তবে সরকারের কিছু নীতি-সিদ্ধান্তের বিষয় রয়েছে। বিশেষ করে ভর্তুকি ইস্যু। দাম না বাড়িয়েও কোনো উপায় করা যায় কি না সেটা চিন্তা করা হচ্ছে।

সূত্র জানায়, এই দফায় বিদ্যুতের দাম বাড়ালেও তা ২০ শতাংশের বেশি হবে না।

ইএফ

Link copied!