Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

গ্রামীণফোনের বিজ্ঞাপনে রাজ রিপা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৫, ২০২২, ০৫:১৬ পিএম


গ্রামীণফোনের বিজ্ঞাপনে রাজ রিপা

নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। সম্প্রতি তিনি গ্রামীণফোনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এতে আরও মডেল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব।

নতুন বিজ্ঞাপন নিয়ে রাজ রিপা বলেন, ‍‍`দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম এমন একটি চ্যালেঞ্জিং কাজের জন্য। আদনান আল রাজিবের মতো নির্মাতার বিজ্ঞাপনে কাজ করতে পারা আমার কাছে বিশেষ প্রাপ্তির। এ ছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`নারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক কাজ ছিল। নারীরাও যে পারে, এই বোধশক্তি আমাদের বিবেকসত্তায় জাগ্রত হবে বলে দৃঢ় বিশ্বাস আমার। নারীরাও যে এখন ক্রিকেট খেলতে পারে এবং তারা একদিন ক্রিকেটাঙ্গনেও বিশ্ব মানচিত্রে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরতে পারবে বলে মনে হয়েছে এই বিজ্ঞোপনে কাজ করতে গিয়ে। এতে আমাকে ভেসপা চালাতে হয়েছে, বোলিং করতে হয়েছে। নিজের সর্বোচ্চটুকু দিয়েছি। আশা করি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।‍‍`

উল্লেখ্য, রাজ রিপা ‘ময়না’ নামের একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এছাড়াও তার অভিনীত ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ চলচ্চিত্রটি মুক্তি অপেক্ষায় রয়েছে।

কেএস 

Link copied!