Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

৩২ ঘন্টায়ও কিছু পায়নি পিজিসিবি তদন্ত কমিটি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৬, ২০২২, ১২:৩২ এএম


৩২ ঘন্টায়ও কিছু পায়নি পিজিসিবি তদন্ত কমিটি

এখন পর্যন্ত বলার মতো কিছুই পায়নি পিজিসিবি তদন্ত কমিটি। প্রায় ৩২ ঘন্টা শেষ হয়েছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের।  কারণ খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ইতোমধ্যে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।

বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুম পরিদর্শন করেন। দীর্ঘ তিন ঘণ্টা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দেশে রওনা দেয়।

এ সময় তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী বলেন, ‘জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার কন্ট্রোলরুমগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে বিপর্যয় দেখা দেয় তা জানা যাবে। এখন পর্যন্ত বলার মতো কিছুই পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’
এ সময় পিজিসিবির নির্বাহী পরিচালকের সঙ্গে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির ছয় সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

ইএফ

Link copied!