Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৭, ২০২২, ০১:৫০ পিএম


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এ সময় দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে সকাল সোয়া ৭টায় সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সকাল ৭টা ৪২ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু অতিক্রম করেন প্রধানমন্ত্রীর গাড়ি বহর। সেতুর সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতির পর সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।

এবি

Link copied!