Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২২, ০৭:২৪ পিএম


মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, অনলাইনে এম.পি.ও আবেদন, পদবী ও বিষয় হালনাগাদ করণের মতবিনিময় সভা পিরোজপুরের মঠবাড়িয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম রুহুল আমীন।

শনিবার (৮ আক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার মিরুখালী বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব কামিল মাদ্রাসা অডিটরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় মঠবাড়িয়ার ৪৮ টি ও ভান্ডারিয়া উপজেলার ৩৮টি মাদ্রাসা প্রধানগণ অংশগ্রহণ করেন।

বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আবুল কামাল আজাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. আলী আহাদ, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমূখ।


ইএফ

Link copied!