অক্টোবর ১১, ২০২২, ০১:০৬ পিএম
নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটি দিয়ে যান চলাচলে সর্বোচ্চ ৫৬৫ টাকা টোল দিতে হবে। এ ছাড়া সেতুতে সর্বনিম্ন ৫ টাকা টোল দিতে হবে সাইকেল-রিকশা-ভ্যান চালাতে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য।
তিনি জানান, বড় ট্রেলারে টোল দিতে হবে ৫৬৫ টাকা। এছাড়া তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা এবং দুই এক্সেল বিশিষ্ট মাঝারি ট্রাক ২২৫ টাকা টোল দিতে হবে।
তাছাড়া ছোট ট্রাকের জন্য ১৭০ টাকা, পাওয়ার ট্রিলার ও ট্রাক্টরের জন্য ১৩৫ টাকা, বড় বাসের জন্য ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টারের জন্য ১১৫ টাকা টোল দিতে হবে।
অন্যদিকে, মাইক্রোবাস, পিকআপ, কনভারশনকৃত জিপ ও রেকারের জন্য ৯০ টাকা, প্রাইভেট কারের জন্য ৫৫ টাকা, অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যানের জন্য ২৫ টাকা, মোটরসাইকেলের জন্য ১০ টাকা টোল দিতে হবে।
আর রিকশা, ভ্যান ও বাইসাইকেল চালাতে পাঁচ টাকা করে টোল দিতে হবে।
এবি