Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে নদী থেকে ইট বাঁধা যুবকের লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ১২, ২০২২, ০৮:৩২ পিএম


বরিশালে নদী থেকে ইট বাঁধা যুবকের লাশ উদ্ধার

বরিশাল জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে হাত-পায়ে ইট বাঁধা অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নদীর সাহেবের চর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ কুমার।

তিনি জানান, আড়িয়াল খাঁ নদের পূর্ব পাড়ে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় নৌকার মাঝিরা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে।

পরিদর্শক জানান, অন্তত ২৪ ঘণ্টা আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে ছাপা চেক শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। হাত ও পায়ে ইট বাঁধা রয়েছে।

পরিদর্শক প্রদীপ কুমার বলেন, এটা একটি হত্যাকাণ্ড। তাই ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কেএস 

Link copied!