Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর সদর প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২২, ০৫:০০ পিএম


গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের শিববাড়ী এলাকার সড়কের পাশের গর্ত থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল নোমান জানান, শিববাড়ী মোড়ে সড়কের দক্ষিণ পাশে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন কৃষি গবেষণার সীমানা প্রাচীর ঘেঁষা গর্তে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত যুবকের পরনে প্যান্ট ও লুঙ্গি ছিল। মরদেহের ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে, পড়ে গিয়ে গর্তে থাকা ইটের আঘাতও হতে পারে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখমণ্ডল ফোলা ছিল। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কেএস 

Link copied!