Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

৭ ক্যাটাগরির ঘূর্ণিঝড় আছে

শক্তির দিক থেকে ‘সিত্রাং’ কত নম্বরে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ২৪, ২০২২, ১১:১৯ এএম


শক্তির দিক থেকে ‘সিত্রাং’ কত নম্বরে
ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার ভোররাত বা সকাল নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সোমবার দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে। এটি সুপার সাইক্লোন নয়।

সিত্রাং ‍‍`ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম‍‍` অর্থ্যাৎ খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।

সাত ক্যাটাগরির ঘূর্ণিঝড় আছে। শক্তির দিক থেকে সিত্রাং তিন নম্বর।

সোমবার দিবাগত রাত অমাবস্যা হওয়ায় উপকূলীয় এলাকা ও চরাঞ্চলগুলোতে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হওয়ার প্রবল সম্ভাবনা দেখা আছে। এই জলোচ্ছ্বাসের তীব্রতা হবে অনেক বেশি।

জিএফএস এর পূর্বাভাস মডেলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিমুখ দেখানো হয়েছে পটুয়াখালী ও সন্দ্বীপের মাঝামাঝি উপকূলীয় এলাকার দিকে।

 ঘূর্ণিঝড়ের ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস ও জলোচ্ছ্বাসে উপকূলে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা  হচ্ছে।

এআই

 

Link copied!