Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী আজ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৮, ২০২২, ১০:৪০ এএম


বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী আজ

আজ শুক্রবার, ২৮ অক্টোবর। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক সেনাদের একটি ব্যাঙ্কারে গ্রেনেড হামলা চালাতে গিয়ে পাক সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন হামিদুর রহমান।

যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহী হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদক পাওয়া শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।

সেনাবাহিনীর সিপাহি পদে ১৯৭০ সালে যোগ দেন হামিদুর রহমান। পরের বছরের অক্টোবরে তিনি প্রথম ইস্টবেঙ্গল সি কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখল অভিযানে অংশ নেন।

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান। রণাঙ্গনে শহীদ হওয়ার পর তার মরদেহ সীমান্তের অদূরে ভারতের ত্রিপুরায় দাফন করা হয়। 

পরে ২০০৭ সালের ১০ ডিসেম্বর তার দেহাবশেষ দেশে আনা হয় এবং পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

দিনটি উপলক্ষে শহীদের রক্তে ভেজা ধলই সীমান্তে প্রতি বছরের মতো আজ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিজিবি ব্যাটালিয়ন কমান্ড ও প্রেস ক্লাবের পক্ষ থেকে হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে।

টিএইচ

Link copied!