Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘যে ভয়ে বুয়েটের হলে থাকতে দেইনি, আমার ছেলের সেটাই হলো’

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৮, ২০২২, ০৫:২০ পিএম


‘যে ভয়ে বুয়েটের হলে থাকতে দেইনি, আমার ছেলের সেটাই হলো’

বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূরের মরদেহ উদ্ধারের পর তার বাবা বলেন, যে ভয়ে বুয়েটের হলে থাকতে দেইনি, আমার ছেলের সেটাই হলো। কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমার ছেলের পাসপোর্ট হয়েছে আগামী এক মাসের মধ্যে স্পেনে একটা ডিবেট কমপিটিশনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এ ধরনের ঘটনা ঘটে গেল।

মঙ্গলবার (৮ নভেম্বর) ফারদিনের বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার ছেলে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। শুক্রবার দুপুরে বুয়েটের উদ্দেশ্যে বের হওয়ার পর আর যোগাযোগ হয়নি, এরপর রাত এগারোটার পর থেকে তার মোবাইল বন্ধ পাই।

এবি

Link copied!