Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৪, ২০২২, ১১:৪০ এএম


৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস
ফাইল ছবি

বকেয়া বিল পরিশোধ না করায় রাজধানী ঢাকার তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে বিতরণ সংস্থা তিতাস।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানী ঢাকার তিন হাজার আবাসিক গ্রাহক বিল দিচ্ছেন না। তাই তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করছেন না। আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিনে এসব সংযোগ বিচ্ছিন্ন করবো। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেয়া হবে।

উল্লেখ্য,গ্যাস সঙ্কটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি শিল্প ও কলকারাখানা স্থবির হয়ে পড়েছে। এ সঙ্কটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া নিয়েও আলোচনা হচ্ছে।

এআই
 

Link copied!