Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: আইজিপি

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৩, ২০২২, ০৩:২৯ পিএম


আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: আইজিপি

আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর পুলিশ লাইনসে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশ আয়োজিত সুধী সমাবেশে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের মধ্যে কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি পলাতক জঙ্গিদের ধরতে পুলিশি তৎপরতা ব্যাপক বাড়ানো হয়েছে বলেও জানান আইজিপি।

এবি

Link copied!