Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডিসেম্বরের মধ্যেই এলসি সমস্যার সমাধান হবে: পরিকল্পনামন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৪, ২০২২, ০৩:৩১ পিএম


ডিসেম্বরের মধ্যেই এলসি সমস্যার সমাধান হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলা সংক্রান্ত সমস্যার সমাধান হবে ।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিল্ডকন, উড ও ইলেট্রিক্যাল ইন্টারন্যাশনাল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক আমদানির ঋণপত্র বা এলসি খোলা নিয়ে সমস্যার সমাধান হবে। আপনাদের এলসি খুলতে সমস্যা হচ্ছে। আর এক মাস একটু অপেক্ষা করুন। এখনই সংকট কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, গভর্নরের (বাংলাদেশ ব্যাংকের গভর্নর) সঙ্গে দুদিন আগেও কথা হয়েছে। তারপরও আমি আপনাদের সমস্যার কথাগুলো গভর্নরের কাছে পৌঁছে দেবো।

মন্ত্রী বলেন, এই সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ীদের হাতে। সেজন্য আপনাদের জন্য সব দরজা খোলা। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অত্যন্ত আন্তরিক।

এম এ মান্নান বলেন, আমাদের সামাজিক শৃঙ্খলা রক্ষা করতে হবে। সামাজিক শৃংখলা রক্ষার জন্য প্রয়োজনে আমাদের সবাইকে কথা বলতে হবে। রাজনীতির নামে অরাজকতা ও বিনাশ যেন আমরা করতে না পারি। ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষকে বলব, যেসব দেশ উন্নয়ন করেছে, তাদের সামাজিক শান্তি ঠিক ছিল। আমরাও ব্যবসায়ীদের এতদিন নিরবচ্ছিন্ন কাজ করতে দিয়েছি। কিন্তু এখন রাজনীতির নামে অরাজকতা করে সে শান্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। সবাই মিলে সেই অপচেষ্টা রুখতে হবে।

এবি

Link copied!