Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪,

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩০, ২০২২, ১০:১৩ এএম


৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজ
ফাইল ছবি

আজ বুধবার (৩০ নভেম্বর) ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সে সভাতেই ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দুই হাজার ৩০৯টি পদের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।

চাহিদাপত্রে ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন-ক্যাডারের পদ নির্দিষ্ট করা হয়নি।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৪৫তম সাধারণ বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নেয়া হবে। এতে মোট ক্যাডার পদ থাকছে ২ হাজার ৩০৯টি। সবচেয়ে বেশি ৫৩৯ জন নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যার মধ্যে সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৭৯ জন।

অন্যান্য ক্যাডারে শিক্ষায় রয়েছে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর-এ ৩০ জন ও পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জন।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘৪৫তম বিসিএস পরীক্ষা পরবর্তী এক বছরের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। সে কারণে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে। পরীক্ষক যাতে দ্রুত খাতা মূল্যায়নের কাজ শেষ করেন সে জন্য সবাইকে ডেকে অনুরোধ করা হয়েছে।

এআই

Link copied!