Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আমি সৎ, জীবনে ১ টাকাও হারাম খাইনি: ওয়াসা এমডি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৭, ২০২২, ০৮:৪১ পিএম


আমি সৎ, জীবনে ১ টাকাও হারাম খাইনি: ওয়াসা এমডি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি। আমি সৎ, জীবনে এক টাকাও হারাম খাইনি। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

বুধবার (৭ ডিসেম্বর) কারওয়ান বাজারে ওয়াসার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাকসিম এ খান বলেন, আমি যেহেতু এক টাকাও হারাম খাইনি, দুর্নীতি করিনি। তাই আমার বিরুদ্ধে যতোই অভিযোগ তুলুক, কোনো ভয় নেই। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির দায়ে যাদের চাকরিচ্যুত করেছি, তারা আমার পিছু লেগেছে, বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওয়াসার এমডি পদ থেকে সরাতে চায়। কারণ আমাকে সরানো গেলে, তারা আবার চাকরি ফিরে পাবে। ওয়াসায় দুর্নীতি চালিয়ে যেতে পারবে।

এবি

Link copied!