Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

‘একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে’

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৪, ২০২২, ১০:৪৪ এএম


‘একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে’

একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র পরাহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

তিনি বলেন, আবারও একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র পরাহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ১০ ডিসেম্বর যে কর্মসূচি পালন করলো, ১৯৭১ সালের সেই ১০ তারিখেই বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বুনেছিল পাকিস্তান হানাদার বাহিনী।

এআই

Link copied!