Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জানুয়ারি থেকে সুন্দরবনে বাঘ গণনা শুরু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২২, ০৬:২৩ পিএম


জানুয়ারি থেকে সুন্দরবনে বাঘ গণনা শুরু

সুন্দরবনে দীর্ঘ পাঁচ বছর পরে আগামী ১ জানুয়ারি থেকে আবার শুরু হচ্ছে বাঘ গণনা। এ লক্ষ্যে বর্তমানে চলছে খাল জরীপ। ২০২৪ সালের জুনে প্রকাশ করা হবে বাঘ গণনার ফলাফল।

বনবিভাগ সূত্রে জানা যায়, বিশ্বে বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণী বাঘ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কয়েকটি দেশে ৩৮৪০টি বাঘ রয়েছে। ২০১৮ সালের গণনায় সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া গেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘ পাঁচ বছর পরে সুন্দরবনে আগামী ১ জানুয়ারি থেকে আবার বাঘ গণনা শুরু হচ্ছে। ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে সুন্দরবনে বাঘ গণনা করা হবে।  

এ লক্ষ্যে গত ১৫ ডিসেম্বর থেকে সুন্দরবনে শুরু হয়েছে খাল জরীপের কার্যক্রম। ১ জানুয়ারি থেকে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের ৬৬৫টি পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হবে। প্রতি পয়েন্টে ২টি করে ক্যামেরা বসানো হবে। এসব ক্যামেরা দিয়ে বাঘের গতিবিধি ও সংখ্যা নিরুপণ করা হবে বলে ডিএফও জানিয়েছেন।

সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প কর্মকর্তা ও পশ্চিম সুন্দরবন বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ২০১৮ সালের সর্বশেষ জরীপে সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়। বর্তমানে বিভিন্ন সূত্র বিশেষ করে সুন্দরবনে আগত পর্যটকদের মাধ্যমে সুন্দরবনে আগের চেয়ে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা যায়। 

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া গণনায় বাঘের প্রকৃত সংখ্যা জানা যাবে। ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে দুই বছর ধরে বাঘ গণনার ফলাফল আগামী ২০২৪ সালের জুন মাসে প্রকাশ করা হবে বলে এ বাঘ সংরক্ষণ প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন।

এসএম

Link copied!