Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

মৃত্যুশূন্য দিনে আরও ১৬ জনের করোনা শনাক্ত

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২২, ২০২২, ০৬:১৮ পিএম


মৃত্যুশূন্য দিনে আরও ১৬ জনের করোনা শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৫৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮৭ হাজার ৯০ জন।

এবি

Link copied!