Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

করোনা শনাক্ত ৮ জনের, মৃত্যু নেই

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৩, ২০২২, ০৪:৫৭ পিএম


করোনা শনাক্ত ৮ জনের, মৃত্যু নেই

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিনেও কেউ মারা যাননি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১১ জনে। আর করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৮ জনেই রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ১৫৮ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৭৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এবি

Link copied!