Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আতিক

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৬, ২০২২, ০৯:২০ পিএম


মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিতে হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২২ এর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, দেশের ভলিবল খেলাকে আরও এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। আমরা এরই মধ্যে আলাপ-আলোচনা করেছি৷ এসএ গেমসে ভালো করর লক্ষ্য নিয়ে আমরা কর্মপরিকল্পনা ঠিক করেছি।

তিনি বলেন, ভলিবল এখন অনেক মর্ডান খেলা। আগে শুধু গ্রামে এ খেলা হত। এটি এখন বিশ্বব্যাপী মর্ডান ও জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। শেখ কামাল যুব গেমস শুরু হচ্ছে। সেখান থেকেও আমরা কিছু খেলোয়াড় পাব।

বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লতিফ।

এবি

Link copied!