Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফুটপাতে থাকা পুলিশ বক্স ভেঙে দিল দক্ষিণ সিটি

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২, ২০২৩, ১১:১৬ পিএম


ফুটপাতে থাকা পুলিশ বক্স ভেঙে দিল দক্ষিণ সিটি

রাজধানীর চানখাঁরপুল মোড়ে ফুটপাতে তৈরি করা একটি পুলিশ বক্স ভেঙে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ বক্সটি ভেঙে দেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা সম্প্রসারণে মেয়রের নির্দেশনার আলোকে চানখাঁরপুল এলাকায় ডিএমপির সহযোগিতায় একটি পুলিশ বক্স অপসারণ করা হয়েছে।


এদিকে দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে আরও জানানো হয়, রাজধানীর ফনিক্স রোড প্রশস্ত করতে ঢাকা দক্ষিণ সিটির গৃহীত উদ্যোগে স্ব-প্রণোদিতভাবে সহযোগিতা করেছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ। রাস্তা সম্প্রসারণে করপোরেশনের উদ্যোগের প্রতি সম্মতি প্রকাশ করে বঙ্গবাজার মোড়সংলগ্ন হাসপাতালটির সীমানাপ্রাচীর কর্তৃপক্ষ নিজেরাই ভেঙে দিচ্ছেন।


সেগুনবাগিচায় উচ্ছেদকালে রাস্তা দখল করে গড়ে তোলা একটি দোকানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করে ও দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বারবার সতর্ক করা সত্ত্বেও ফুটপাত দখল করে দোকান গড়ে তোলায় জনৈক মোহাম্মদ সোহাগ নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Link copied!