Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে

‘চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩, ২০২৩, ০৫:১২ পিএম


‘চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

রাজনীতিতে সমর্পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় সময় কেটেছে জেলখানায়। সেখানে থাকতে তিনি যেমন রাজনৈতিক সহযোদ্ধা, নেতা-কর্মী ও স্বজনদের কাছ থেকে বহু চিঠি পেয়েছেন, তেমনি তিনিও তাদের লিখেছেন।

কারাগার থেকে বঙ্গবন্ধুর লিখিত সেসব পত্রাবলী নিয়েই ‘চিঠিপত্রঃ শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজী সংস্করণ Letters of Sheikh Mujibor Rahman নামক গ্রন্থটির সম্পাদনা করেছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম।

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম সম্পাদিত গ্রন্থটির মোড়ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

কেএস 

Link copied!