Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বীর মুক্তিযোদ্ধাদের ভাতায় বৈষম্য আছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩, ২০২৩, ১১:৫৭ পিএম


বীর মুক্তিযোদ্ধাদের ভাতায় বৈষম্য আছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতায় বৈষম্য আছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা যে হারে বেড়েছে যুদ্ধাহত বা শহীদ মুক্তিযোদ্ধাদের ভাতা সে অনুপাতে বাড়েনি। যুদ্ধাহতরা বৈশাখী ভাতাও পাচ্ছেন না। আমরা এই অসামঞ্জস্যতা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বৈষম্যটা দূর করে সামঞ্জস্যপূর্ণ ও সম্মানজনক অবস্থায় নিয়ে আসার জন্য।’


আজ মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


নতুন বছরে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সব মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েও সেবা সপ্তাহ পালিত হচ্ছে।


সভায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে অগ্রিম অর্থ বরাদ্দ দেওয়া আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং ২৩টি বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে’।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বাড়ি নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফ্ল্যাট তৈরি করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য একটি ভবন করা হয়েছে। কিন্তু এটা খুবই নগণ্য। মাত্র ৬০-৭০টা পরিবারকে দেওয়া যায়। অথচ আট হাজারের ওপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সেজন্য আরেকটা ভবন তৈরি করার চেষ্টা করছি। ’

 

এর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Link copied!