Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হত্যা মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে কুয়াকাটা মেয়রের বিরুদ্ধে সমন জারি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৩, ০৬:৩১ পিএম


হত্যা মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে কুয়াকাটা মেয়রের বিরুদ্ধে সমন জারি

হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার কে সমন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রহমান এর আদালত এ আদেশ জারি করেন।

এর আগে কুয়াকাটা কেরানিপাড়ার চুচিং মং রাখাইন বিজ্ঞ আদালতে ৩ মার্চ ২০২২ তার বড় ভাই সুইচিং মং রাখাইনের হত্যা মামলা প্রত্যাহারে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে হুমকি প্রদর্শনের অভিযোগে বিজ্ঞ আদালতে মেয়র আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

আদালত সিআইডি পরিদর্শক, পটুয়াখালী, মোঃ বাহাউদ্দিন ফারুকীকে বিজ্ঞ আদালতে এ বিষয়ে তদন্ত-পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনে হুমকি প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে এ সমন জারীর আদেশ দেন।

কেএস 

Link copied!