Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তীব্র শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৮, ২০২৩, ০৫:০০ পিএম


তীব্র শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

কয়েকদিন পর রোদের দেখা মিলেছে রাজধানীতে। হাড়কাঁপানো শীতে রোদের দেখা না মেলায় ভোগান্তি বেড়েছে জনজীবনে।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টার পর ঢাকার আকাশে রোদের ঝিলিক দেখা যায়।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন। আরও চার থেকে পাঁচদিন শীত দাপট দেখাবে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশজুড়ে তীব্র শীতের অনুভূতি আরও চার-পাঁচ দিন থাকবে।

রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশিমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ পরিস্থিতি আরও কয়েকদিন চলবে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আমরা আশা করছি, ১১-১২ জানুয়ারির দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।

এবি

Link copied!