Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

পদ্মা সেতুর মতো মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছে: প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৯, ২০২৩, ০২:৪৮ পিএম


পদ্মা সেতুর মতো মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছে: প্রধানমন্ত্রী

রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। তবে এই মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি।’

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি।

মেট্রোরেল যত্নের সঙ্গে ব্যবহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।

বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে।

টিএইচ

Link copied!