Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

গভীর রাতে ঢাকায় নামছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৯, ২০২৩, ১১:৪৭ পিএম


গভীর রাতে ঢাকায় নামছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ঢাকায় আসছেন। সোমবার দিবাগত রাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য তিনি ঢাকায় অবতরণ করবেন। ঢাকায় যাত্রাবিরতির সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাতের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। 

 

সোমবার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা নতুন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ঘণ্টাখানেকের জন্য গভীর রাতে যাত্রাবিরতি করবেন। এ সময় বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে।

 

Link copied!