Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে কর কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১০, ২০২৩, ০১:০২ এএম


রাজধানীতে কর কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে এক কর কর্মকর্তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।পুলিশ জানিয়েছে, ওই নারীকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখে তার শিশু সন্তান। দেখে সে বাবাকে খবর দিলে ওই কর্মকর্তা বাসায় গিয়ে স্ত্রীকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।কামরুন নাহার (৪৪) নামে ওই নারী কর কমিশনার আবুল কালাম আজাদের স্ত্রী। আবুল কালাম আজাদ সম্প্রতি ঢাকায় বদলি হয়ে আসেন। 

 

এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সোমবার দুপুরে আবুল কালাম অফিসে ছিলেন, তাদের পঞ্চম শ্রেণি পড়ূয়া ছেলেটি বাসায় ছিল মায়ের সঙ্গে। এই শিশুই শিশুটিই মাকে ঝুলন্ত অবস্থায় দেখে বাবাকে ফোন করে বলে পুলিশ জানিয়েছে।

আবুল কালাম ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, তিনি ছেলের কাছে খবর পেয়ে বাসায় গিয়ে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নাহার আত্মহত্যা করে থাকলে কী কারণে- জানতে চাইলে আবুল কালাম বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এ কারণে তিনি ঘটনাটি ঘটাতে পারেন। এছাড়া অন্য কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানান।

রমনা থানার ওসি আবুল হাসান বলেন, তারা ঘটনাটি তদন্ত করছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

Link copied!