Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বান্দরবানের দুর্গম অঞ্চল থেকে ‘প্রশিক্ষণরত’ ৫ জঙ্গি গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১২, ২০২৩, ১২:০৬ এএম


বান্দরবানের দুর্গম অঞ্চল থেকে ‘প্রশিক্ষণরত’ ৫ জঙ্গি গ্রেপ্তার

বান্দরবানের রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় দুর্গম এলাকা অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তবে এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। 

 

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত পাঁচজনই নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র সদস্য। তারা পাহাড়ে প্রশিক্ষণরত ছিলেন।


আজ বুধবার রাতে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের মেঘলায় র‌্যাব লিয়াজো অফিসে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে।

 

Link copied!