Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ তারিখ থেকে

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৫, ২০২৩, ১২:২৭ পিএম


ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ তারিখ থেকে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা ২২ জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের ইজতেমা শেষ করবেন।

তথ্যমতে, শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিদেশি অতিথিদের জন্য একই সুযোগ-সুবিধা থাকছে। বিদেশি মেহমানরা ইজতেমা মাঠেই অবস্থান করবেন এবং ইজতেমা শেষে তারা যার যার গন্তব্যে চলে যাবেন।


এবি

Link copied!