Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশের রাজস্ব আয় বাড়াতে হবে: আইএমএফের ডিএমডি

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৭, ২০২৩, ১১:১৪ পিএম


বাংলাদেশের রাজস্ব আয় বাড়াতে হবে: আইএমএফের ডিএমডি

বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম কম জিডিপি অনুপাতের দেশ। গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহ এবং পাবলিক ইনভেস্টমেন্টের জন্য এখানে সরকার পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করতে পারে না। পাবলিক ইনভেস্টমেন্ট শিক্ষায় উন্নতি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তাবেষ্টনী নিশ্চিত করে। এজন্য পাবলিক রেভিনিউ বাড়াতে নীতিগত পরিবর্তন আনতে হবে, ট্যাক্স বাড়াতে হবে।’

 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক সভায় তিনি এসব কথা বলেন।

আইএমএফ উপব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের সংকট থেকে উত্তরণের গতি অপেক্ষাকৃত মন্থর। এখানে দ্রব্যমূল্য বেড়েছে, আমদানি ও রপ্তানির মধ্যে ভারসাম্যহীন অবস্থা উত্তরণের গতিও কম। রিজার্ভ কমছে, যা বৈদেশিক প্রেক্ষাপটে দেশটির জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। বর্তমানে মুদ্রাস্টম্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বাড়ানো এবং অর্থনৈতিক গতিশীলতা আনতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

বাংলাদেশ অন্যান্য মধ্যম আয়ের দেশ থেকে অনেক উন্নতি করেছে জানিয়ে তিনি বলেন, ‘অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সাক্ষরতার হার বেড়েছে, অর্থনীতিতে নারীদের অবদান বেড়েছে। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া দরকার।’

এর আগে তিনি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

Link copied!