Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২০, ২০২৩, ০৩:৪৮ পিএম


ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফুয়াদ সোহেল খান শুভ (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে। হাজতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, সকালে ফুয়াদ সোহেল খান শুভ কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার বাবার নাম শহিদুল্লাহ।

এবি

Link copied!