Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

ভিক্টর বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নর্দান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নর্দান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ০৪:০১ পিএম


ভিক্টর বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম নাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

রোববার (২২ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে ভাটারা থানা পুলিশ। তবে পালিয়ে গেছেন বাসচালক ও তাঁর সহযোগী।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আছাদুজ্জামান বলেন, নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। তবে মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত রয়েছে।

আছাদুজ্জামান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছে।

এআরএস

 

Link copied!