Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

চার দফা দাবিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নর্দান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নর্দান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ০৯:৪৩ পিএম


চার দফা দাবিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া ভিক্টর বাসের ধাক্কায় নাদিয়া প্রাণ হারায়। রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ভাটারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভিক্টর বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর পরিপ্রেক্ষিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চার দফা দাবি নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাওলা ব্রিজ চত্বরে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা টা পর্যন্ত গাড়ি অবরোধ করে রাখে।

এতে কাওলা বাস স্টপেজ থেকে টঙ্গী পর্যন্ত এবং ঢাকা সিটির অন্যান্য রাস্তাগুলো ব্লক হয়ে যায় ।
ছাত্র-ছাত্রীদের দাবি গুলো হলো: 
১. ২৩ জানুয়ারির মধ্যে ভিক্টর ক্লাসিক এর রোড পারমিট বাতিল করা
২. ঘাতক ড্রাইভাকে ২৩ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে আইনের আওতায় আনা
৩. কাওলা বাসস্টপেজে মহানগরের প্রত্যেক বাস থামাতে হবে
৪. নিহত ছাত্রীর পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে


দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর মোর্শেদ বলেন, ঘাতক ড্রাইভার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামীকালকের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কঠোর পদক্ষেপ নেয়া হবে।

অন্যান্য দাবিগুলো সময় সাপেক্ষ হলেও বাস্তবায়নের জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এআরএস

Link copied!