Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আবারও দূষিত শহরের শীর্ষে ঢাকা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৩, ২০২৩, ১১:১৩ এএম


আবারও দূষিত শহরের শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। সে তালিকায় আবারও শীর্ষে ঢাকা।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৮৯। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ২৫৬ নিয়ে শীর্ষে ভারতের দিল্লি। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় কিরগিজস্তানের রাজধানী বিশবেক। চতুর্থ ও পঞ্চম স্থানে চীনের চংগিং ও উহান। তাদের স্কোর যথাক্রমে ১৭৪ ও ১৭৩।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।

এবি

Link copied!