জানুয়ারি ২৩, ২০২৩, ০২:০২ পিএম
বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত ইভিএমের নতুন প্রকল্প স্থগিত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (২৩ জুনয়ারি) এক প্রেস ব্রিফিংসে তিনি এ কথা জানান।
তিনি জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ব্যবহারের জন্য দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প স্থগিত করেছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, আট হাজার ৭১১ কোটির টাকা প্রকল্প এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের হাতে থাকা ইভিএম দিয়ে ৫০ থেকে ৭০ আসনে ভোট করা সম্ভব।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল ইসি। সে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দিলেও পাঁচ মাসেও সাড়া পায়নি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেকের সভার আলোচ্যসূচিতেও ছিল না ইভিএম প্রকল্প।
গত বছর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর একে একে রাজনৈতিক দল, সুশীল সমাজ, তথ্যপ্রযুক্তিবিদ, সাবেক সিইসিসহ কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ করে।
কেএস