Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৪ কর্মকর্তা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৫, ২০২৩, ০৮:১৩ পিএম


অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৪ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার চারজন কর্মকর্তা অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

তারা হলেন—পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াইএম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হওয়া চার কর্মকর্তার পদোন্নতির এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-গ্রেড ২) এর দুইটি পদ শূন্য ছিল। আর পদোন্নতিজনিত কারণে আরও দুটি পদ শূন্য ছিল। ডিআইজি পদমর্যাদার এই চার পুলিশ কর্মকর্তা পদোন্নতি পাওয়ায় এই শূন্য পদ পূরণ হলো।

টিএইচ

Link copied!