Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ০৪:৩১ পিএম


নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাকিল আহমেদ (৩৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শাকিল আহমেদ ডাকাতি মামলার আসামি ছিলেন।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে ওই হাজতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শাকিল আহমেদ পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন।

মোঃ মোকাম্মেল হোসেন জানান, গত ২৫ জানুয়ারি ফতুল্লা থানার একটি ডাকাতি মামলায় আসামি শাকিল আহমেদকে আদালত কারাগারে প্রেরণ করেন। ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত হওয়ার চিকিৎসাপত্র দেয়া হয়েছিল। দুইদিন ধরে তাকে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার রাতেও হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে আসা হয়।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে পুনরায় অসুস্থ হলে তাকে আবার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেএস 

Link copied!