Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

নিখোঁজ প্রার্থীর প্রসঙ্গে

নিখোঁজ ও আত্মগোপন একই শব্দ: ইসি আনিছুর

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩১, ২০২৩, ০২:৩৩ পিএম


নিখোঁজ ও আত্মগোপন একই শব্দ: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আত্মগোপনে আছেন। জেলা প্রশাসকের রিপোর্ট অনুযায়ী তিনি নিখোঁজ আছেন। নিখোঁজ ও আত্মগোপন একই শব্দ। সেক্ষেত্রে আমরা বলছি তিনি আত্মগোপনে আছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, নির্বাচনে এর খুব বেশি প্রভাব পড়বে না। তার স্ত্রী তো তার পক্ষ থেকে সবকিছু বুঝে নিচ্ছেন। তাহলে আমি কিভাবে বুঝবো প্রার্থী থাকলে ভালো হতো না মন্দ হতো।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তারা খুঁজে বের করে মিডিয়ার সামনে নিয়ে আসবেন।

এর আগে গত ২৭ জানুয়ারি রাত থেকে আবু আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তার স্ত্রী মেহেরুন্নিছা।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ১ ফেব্রুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কেএস 
 

Link copied!