Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপকের মৃত্যু 

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:১৫ পিএম


ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপকের মৃত্যু 

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেলগেইট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদের মৃত্যু হয়েছে।

রেল পুলিশের বিমানবন্দর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান জানিয়েছে, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেলগেইট এলাকায় অধ্যাপক রশীদ ট্রেনে কাটা পড়েন। তিনি বলেন, অধ্যাপক রশীদের সঙ্গে বাজারের ব্যাগ ছিল। সম্ভবত তিনি বাজার করে বাসায় ফিরছিলেন।

অধ্যাপক রশীদের স্ত্রী ও ছেলে-মেয়েরা কানাডায় থাকেন বলে নিকটস্বজনরা পুলিশকে জানিয়েছেন।

আরএস

Link copied!