Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রূপগঞ্জে অটো চালক খুন, গ্রেপ্তার ৬

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:৪৭ পিএম


রূপগঞ্জে অটো চালক খুন, গ্রেপ্তার ৬

রূপগঞ্জে অজ্ঞাত এক অটো চালক খুন হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে গোলাকান্দাইল হাটাবো কবরস্থান ( মদিনাবাগ) হাজী আকরাম আলীর কাঠের বাগানে এ হত্যাকান্ড ঘটেছে।

অজ্ঞাত অটো চালকের বয়স ২৮ বছর বলে ধারনা করেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানায়, ঘাতকরা অটো চালককে ছুরিকাঘাত করে খুন করে কাঠ বাগানের মধ্যে ফেলে অটো নিয়ে পালিয়ে যায়। দুই ঘাতক রাত আড়াইটার দিকে রুপসি ষ্টান্ডে অটো বিক্রি করতে গেলে তাদের কাপড়ে রক্ত মাখা থাকায় টহল পুলিশের হাতে দুই খুনিই ধরা পড়ে যায়। পরে আটককৃত খুনিদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের নিয়েই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

খুনিদের দেয়া তথ্যে বাকি খুনিদের চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।  আটককৃতরা হলেন কালি এলাকার ছোচি আবুলের ছেলে ইমন (২২) মোমেন মোল্লার অজ্ঞাত দুই  ছেলে। কালি এলাকার ফারুকের ভাই মাসুমকেও গ্রেপ্তার করেছে পুলিশ

বাকি তিন জনের কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ও ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ খুন হওয়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএস
 

Link copied!