Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৫:০৭ পিএম


বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাংলা একাডেমি এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। ৪টায় তিনি এ মেলোর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতির পিতার আরেক কন্যা শেখ রেহানা।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে এবং রূপা চক্রবর্তী ও শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ মন্ত্রিপরিষদ সদস্যরা, সরকারের পদস্থ কর্মকর্তা ও ভাষাপ্রেমী-বইপ্রেমীরা উপস্থিত রয়েছেন।

এবি

Link copied!