Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রাথমিকের বইয়ের চাহিদা নিরুপনে আপডেট তথ্য চেয়েছে ডিপিএ

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৫:৩৩ পিএম


প্রাথমিকের বইয়ের চাহিদা নিরুপনে আপডেট তথ্য চেয়েছে ডিপিএ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিএ) সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষার্থীর  আপডেট তথ্য চেয়েছেন। এরই ভিত্তিতে ২০২৪ সালের পাঠ্যপুস্তকের চাহিদা নিরুপন করা হবে।

বৃহস্পতিবার (২ ফেব্্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( আইএমডি) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এটি উল্লেখ করা হয়েছে। তথ্য আপডেট করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে আগামী ২৮ ফেব্রুয়ারির ২০২৩ এর মধ্যে অনুরোধ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের PAMIS system ২০২৩ সালের  বিদ্যালয় পর্যায়ের তথ্য আপডেটের জন্য উম্মুক্ত করা হয়েছে। বিদ্যালয় পর্যায় থেকে প্রদত্ত তথ্যর মাধ্যমে ২০২৪ সালের পাঠ্য পুস্তকের চাহিদা নিরুপন করা হবে।

এমতাবস্থায় আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৩ এর মধ্যে সকল বিদ্যালয় পর্যায় হতে ২০২৩ সালের শিক্ষার্থীর সারাংশ তথ্য আপডেট এর বিষয়টি নিশ্চিত করার জন্য সকল উপজেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করা হলো।

এবি

Link copied!