Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

করোনায় আরও ৯ জন আক্রান্ত

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৫:৫১ পিএম


করোনায় আরও ৯ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জন অপরিবর্তিত রয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন।

রোববার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬০৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৪ হাজার ২৪২ জন।

এবি

Link copied!