Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পুনরায় চালু হলো বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান সেকশন 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৭:৫৮ পিএম


পুনরায় চালু হলো বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান সেকশন 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর পর সিজারিয়ান সেকশন পুনরায়  চালু হয়েছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) একটি সিজারিয়ান অপারেশন করা হয়। সিজারিয়ান অপারেশনে পর মা ও শিশুসন্তান উভয়ই সুস্থ রয়েছেন। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার সরকার, ডা. সজল কুমার সোম, এনেসথেসিওলজিস্ট- ডা. মো. সাইফুল ইসলাম, গাইনি চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. শায়লা শারমিন, ডা.অমৃত সরকার, ডা. মো. মাহফুজ, ডা. সুস্ময় প্রামানিক উপস্থিত ছিলেন। এখন থেকে প্রতি সোমবার সিজারিয়ান অপারেশন করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও গাইনি কনসালটেন্ট ও অ্যানেসথেসিওলজিষ্ট পদায়িত না থাকায়  সিজারিয়ান অপারেশন বন্ধ হয়ে যায়। সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিজারিয়ান অপারেশন করা হয়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন এর কর্মতৎপরতায় এবং রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন এর হস্তক্ষেপে গত ৫ ফেব্রুয়ারি জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী জেলা সদর হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মোঃ সাইফুল ইসলামকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কর্মদিবসের জন্য এনেসথেসিওলজিস্টের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি সোমবার অপারেশন করা হবে বলে সিন্ধান্ত গ্রহণ করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেসথেসিওলজিস্ট পদে দীর্ঘদিন  কেউ পদায়িত  না থাকায়  পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও সিজারিয়ান সেকশন  করা সম্ভব হয়নি। উদ্ধোর্তন কর্তৃপক্ষের সহায়তায়  সম্প্রতি আমরা একজন এনেসথেসিওলজিস্টকে পেয়েছি যিনি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে একদিন কাজ করবেন। এক্ষেত্রে সপ্তাহে একদিন (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশন করা সম্ভব হবে। আশা করছি এতে করে বালিয়াকান্দি উপজেলাবাসী উপকৃত হবে।

কেএস 

Link copied!