Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দক্ষিণখানে গাঁজাসহ  মাদক কারবারি গ্রেপ্তার 

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি    

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি    

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:০৩ পিএম


দক্ষিণখানে গাঁজাসহ  মাদক কারবারি গ্রেপ্তার 

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারি শরীফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দক্ষিণখান থানা পুলিশ।

এসময় গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবা ইয়াসমিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানার কসাইবাড়ী রেলেগেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে  বলেছেন গাঁজা সহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন এস আই শুকান্ত সাহা । আসামিকে আজই  আদালতে পাঠানো হয়েছে।

আরএস

Link copied!