Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১২:৪০ পিএম


রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

আজ শুক্রবার রাতের তাপমাত্রা আও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সকালে তাপমাত্রা অনেকটা কমে শীত বেড়েছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে দু-একটি জায়গায় তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলীতে। শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ থেকে কমে হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে মনোয়ার হোসেন বলেন, এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

এআরএ

Link copied!