Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রাম এক্সপ্রেস দাঁড়াবে বিরামপুরে : রেলমন্ত্রী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৭:২৮ পিএম


কুড়িগ্রাম এক্সপ্রেস দাঁড়াবে বিরামপুরে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিরামপুর রেলস্টেশন আধুনিকিকরণ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। 

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুদিনের মধ্যে বিরামপুর রেল স্টেশনে স্টপেজের প্রতিশ্রুতি দেন রেলমন্ত্রী।

তিনি আরো বলেন, ভারত থেকে আমদানীকৃত পন্যবাহী রেলের ওয়াগনগুলো খালাসের জন্য বিরামপুরে আধুনিক ইয়ার্ড তৈরি করা হবে। এজন্য ডাবল রেল লাইন স্থাপন এবং টি-১০৪নং গেট ও রাস্তা প্রশস্ত করণসহ ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

দুপুরে নতুন বাজার বড় মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লীদের সাথে সালাম বিনিময় শেষে বিরামপুর রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তার সাথে ছিলেন, পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান হক, পাকশী-২ বিভাগীয় প্রকৌশলী বীরমল, বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি একেএম ওহিদুন্নবী, স্টেশন মাষ্টার রফিক চেধুরী প্রমূখ।

আরএস
 

Link copied!