Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৯:১৪ পিএম


আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে।

ইসি সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের বরাতে সংবাদ সংস্থা বাসস জানায়, নির্বাচনের তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য পদের মেয়াদ থাকবে। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সে হিসেবে আগামী ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হবে।

এআরএস

Link copied!